Wellcome to National Portal

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের জন্য আগামী ২১ মে, ২০২৪ খ্রিঃ (০৭ জ্যৈষ্ঠ, ১৪৩১) তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাশবন
বিস্তারিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর থেকে পাকা সড়ক ধরে দুই কিলোমিটার দক্ষিণে এগুলেই একটি স্বাগত স্তম্ভে চোখে পড়বে কবিতাটি। স্তম্ভের উপরের অংশে লেখা ‘স্বাগতম কাশবন’। কাশবনের প্রকৃত নাম ‘কাশতলা’। আর দশটি গ্রামের মতোই শান্ত, সুনিবিড়, ছায়া ঢাকা, পাখি ডাকা এক গ্রাম। জন্মের অধিকার নিয়ে, মাতৃবৎ ভালবেসে কবি নির্মলেন্দু গুণ তাঁর গ্রামের নামটি কিছুটা পাল্টে রেখেছেন ‘কাশবন’। তাই কাশতলার পরিচিতি এখন ‘কাশবন’ নামে। শুধু কবি নন, কবির গ্রামবাসীও এখন কাশবনের বাসিন্দা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। কবির কবিত্বকে অনেক সম্মান করেন তাঁরা।
কবি কাশবনে প্রতিষ্ঠা করেছেন বিদ্যানিকেতন, পাঠাগার, চিত্রশালা, সংগ্রহশালা, শহীদ বেদি, মঞ্চ, স্বাগত-স্তম্ভ, সরোবর, শানবাঁধানো ঘাট ....আরও অনেক কিছু!