Wellcome to National Portal

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের জন্য আগামী ২১ মে, ২০২৪ খ্রিঃ (০৭ জ্যৈষ্ঠ, ১৪৩১) তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ কবি, কবি নির্মলেন্দু গুন এর রামসুন্দর পাঠাগার এবং বীনা-পানি সংগ্রহ শালা ।
স্থান

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায়, ৩নং বারহাট্টা ইউনিয়নের কাশতলা গ্রামে অবস্থিত ।

 

কিভাবে যাওয়া যায়

নেত্রকোণা জেলা শহর থেকে বাস কিংবা ট্রেনে ১৫ কি:মি: পূর্বে বারহাট্টা উপজেলা অবস্থিত । বারহাট্টা উপজেলার ৩নং বারহাট্টা ইউনিয়ন পরিষদ থেকে ২ কি:মি: এর পথ রিস্কা বা ভেনে চরে কাশতলা গ্রাম । কাশতলা গ্রামেই এই পাঠাগার এবং সংগ্রহশালা আছে ।

যোগাযোগ

ট্রেন, বাস, অটোরিক্সা, সিএনজি ইত্যাদি ।

বিস্তারিত

বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ কবি, কবি নির্মলেন্দু গুন । কবির গ্রামের বাড়ি বারহাট্টা সদর ইউনিয়নের কাশতলা গ্রামে । কবি তার বাড়িতে ছাত্র-ছাত্রী এবং দর্শনার্থীদের জন্য একটি পাঠাগার স্থাপন করেন । নাম রামসুন্দর পাঠাগার, স্থাপিত :-২০০৯ ইং সাল । কবি নির্মলেন্দু গুন এর দাদার নাম ছিল রামসুন্দর গুন আর উনার নামঅনুসারে পাঠাগারের নাম করন করা হয় "রামসুন্দর পাঠাগার" । কবির এই পাঠাগারের পাশেই স্থাপন করেছেন বীনা-পানি সংগ্রহশালা, কবির বিভিন্ন অর্জনের পুরস্কার এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে । আরো স্থাপন করেছেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক এবং নাট্য অনুষ্ঠানের জন্য "বীরচরণ মঞ্চ" । সম্প্রীতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঠের ভাস্কর্য তৈরী করেছেন বারহাট্টা গোপালপুর বাজার বাসিন্দা জনাব, শিল্পী গোলাম মোস্তফা । উক্ত ভাস্কর্যটি বীনা-পানি সংগ্রহশালায় সংরক্ষিত আছে ।